সোমবার (৩০ ডিসেম্বর) মিলান এক বিবৃতিতে ফনসেকাকে ছাঁটাইয়ের কথা জানায়। ইতালিয়ান গণমাধ্যমগুলো তার উত্তরসূরি হিসেবে সার্জিও কনসিকাও'র নাম উল্লেখ করেছে।
আরও পড়ুন: ব্যালন ডি'অর ভিনিসিউসের প্রাপ্য ছিল: রোনালদো
পাওলো ফনসেকার কোচিং ক্যারিয়ার বেশ অনেকদিনের। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রোমার দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০২২-২০২৪ পর্যন্ত ফরাসি ক্লাব লিলের দায়িত্ব পালন করেন। এরপর স্টেফানো পিওলি মিলানের দায়িত্ব ছাড়ার পর ফনসেকাকে দায়িত্ব দেয়া হয় মিলানের। তবে মাত্র ৬ মাস স্থায়ী হতে পারলেন এই পর্তুগিজ কোচ।
ফনসেকার অধীনে লিগে বাজে পারফর্ম করলেও চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় আছে এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণের প্রথম দুই ম্যাচে হারলেও, এরপর টানা চার ম্যাচে জয় পায় তারা। টেবিলের ১২তম স্থানে রয়েছে তারা।