শনিবার (২৫ অক্টোবর) কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে আল-সাইবের বিপক্ষে ৩-২ গোলে হারে বসুন্ধরা কিংস।
খেলা শুরুর পর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। সানডের ক্রসে ডোরিয়েলটন গোমেস নাসিমেন্তোর বুদ্ধিদ্বীপ্ত সাইড ফ্লিক লাফিয়ে আটকে দেন গোলকিপার।
তার পাঁচ মিনিট পর এগিয়ে যায় আল-সাইব। আরশাদ আল আলাউইয়ের ক্রস বুক দিয়ে নামিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নাসের আল রাওয়াহি।
আরও পড়ুন: মাদকমুক্ত সমাজ গড়তে নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল মাঠ নির্মাণ
২৫তম মিনিটে ডোরিয়েলটনের সাথে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠা সানডে তাড়াহুড়া করে বক্সের অনেক বাইরে থেকে শট নেন। বল চলে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।
৪১তম মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। কর্নারের পর বল পেয়ে সাদ উদ্দিন বাম পায়ে জোরাল শট নেন, বক্সে জটলার মধ্যে রাফায়েল আগুস্তো দারুণ দক্ষতায় প্রথম স্পর্শে বল ধরে নিখুঁত শটে জড়ান জালে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে বসুন্ধরা কিংস। ফ্রি কিকের পর দূরূহ কোণ থেকে রাকিব হোসেন লাফিয়ে শট নিতে চেয়েছিলেন, কিন্তু তা তিনি ঠিকঠাক মতো করতে পারেননি। তার কিছুক্ষণ পরই বাম প্রান্ত দিয়ে সানডের নেওয়া শট আটকে দেন গোলকিপার।
আরও পড়ুন: স্থগিত হলো মেসিদের ভারত সফর
৫৩তম মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায় কিংস। ডোরিয়েলটনের পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা তার বাঁকানো শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি গোলকিপার।
তার ৭ মিনিট পরই ডান প্রান্ত থেকে সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শট নেন জাহির আল আঘবারি। গোলকিপার অবশ্য কিছুই করার ছিল না। ৭৭তম মিনিটে আব্দুলাজিজ আল মাকবালি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে দলের জয় নিশ্চিত করেন। আর তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওমানের চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) লেবাননের দল আল-আনসারের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।
]]>
৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·