চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইনআপ ও সময়সূচী

১ সপ্তাহে আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে দুই লেগেই হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে আর্সেনাল। দিনের আরেক খেলায় ইন্টার মিলানের মাঠে ড্র করলেও নিজের মাঠে ম্যাচ হারার খেসারত দিতে হলো বায়ার্ন মিউনিখকে। তাতে গত তিন মৌসুমে দ্বিতীয়বার সেমিফাইনালে সিমোনে ইনজাঘির ইন্টার মিলান। আগের দিন পরাজয় সত্বেও প্রথম লেগের বড় জয়ের কারণে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা ও পিএসজি। ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দেখা যাবে চার দেশের চার ক্লাবের লড়াই।

নিশ্চিত হলো নতুন আঙ্গিকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইনআপ। গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৫-১ অ্যাগ্রিগেটে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। আরেক ম্যাচে বায়ার্নের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও ৪-৩ ব্যবধানে শেষ চার নিশ্চিত করেছে ইন্টার মিলানও।


এর আগের দিন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়া সত্বেও প্রথম লেগে ৪-০ গোলে জয় পাওয়ার সুবাদে ৬ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। একই দিনে অ্যাস্টন ভিলার মাঠে ৩-২ ব্যবধানে হেরেছে পিএসজিও। কিন্তু ঘরের মাঠে ৩-১ গোলে জয়ের সুবাদে তারাও শেষ চারে উঠে গেছে।


আরও পড়ুন: রিয়ালের প্রত্যাবর্তনের স্বপ্নভঙ্গ, ১৬ বছর পর সেমিফাইনালে আর্সেনাল


এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বিশ্বের সেরা পাঁচ লিগের চারটি থেকে একটি করে দল সেমিফাইনালে উঠেছে। স্পেন থেকে বার্সেলোনা, ইংল্যান্ড থেকে আর্সেনাল, ইতালি থেকে ইন্টার মিলান এবং ফ্রান্সের প্রতিনিধি হিসেবে আছে পিএসজি। জার্মানির দুই দল বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়ায় সেমিফাইনালে তাদের কোনো প্রতিনিধি নেই।


এবারের আসরের সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হয়ে গেছে। সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার মিলান। আরেক সেমিফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি।


আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল-পিএসজি। ম্যাচটি আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: গোল-পাল্টা গোলে ম্যাচ ড্র, সেমিফাইনালে ইন্টার মিলান


পরদিন ৩০ এপ্রিল বার্সেলোনা মুখোমুখি হবে ইন্টার মিলানের। সেমিফাইনালের প্রথম লেগটি ঘরের মাঠে খেলবে বার্সা।


ফিরতি লেগে আগে মুখোমুখি হবে বার্সেলোনা-ইন্টার। ৬ মে ঘরের মাঠ সানসিরোয় বার্সেলোনাকে আতিথ্য় দেবে ইন্টার। পরদিন পার্ক দে প্রিন্সেসে আর্সেনালকে আতিথ্য দেবে পিএসজি।


৩১ মে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে মুখোমুখি হবে সেমিফাইনালে বিজয়ী দুই দল।

]]>
সম্পূর্ণ পড়ুন