চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখাচ্ছে যে দলগুলো

৩ সপ্তাহ আগে
নতুন কাঠামোতে চলছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। ৩৬ দলের গ্রুপ পর্ব। যেখান থেকে সেরা ৮ দল সরাসরি শেষ ষোলোতে পা দেবে। আর টেবিলের নবম থেকে ২৪তম দল প্লে-অফ খেলে শেষ ষোলোতে জায়গা করে নিতে হবে। নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে বেশকিছু দল বেশ চমক দেখাচ্ছে। যারা শক্তিমত্তার বিচারে ইউরোপের বড় দলগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে। সেসব চমক দেখানো দলগুলো নিয়েই আমাদের আজকের প্রতিবেদন।

বুধবার (১১ ডিসেম্বর) শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ষষ্ঠ রাউন্ডের খেলা। এখনও শেষ ষোলো নিশ্চিত না হলেও, দুইটি দল প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। দল দুইটি হচ্ছে—লিভারপুল এবং বার্সেলোনা। তবে শক্তিমত্তার বিচারে পিছিয়ে থেকেও কিছু দল আছে যারা শেষ ষোলোতে পা দিতে পারে। সেই দলগুলোর মধ্যে রয়েছে—অ্যাস্টন ভিলা, ব্রেস্ট, লিল, ফেইনুর্ড এবং ক্লাব ব্রুগ।


অ্যাস্টন ভিলা
এবারের চ্যাম্পিয়ন্স লিগে যে দলটা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হচ্ছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ১৯৮২ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা দলটি ৪২ বছর পর এই টুর্নামেন্টে খেলতে এসেই চমক দেখাচ্ছে। এখন পর্যন্ত ৬ ম্যাচে খেলে ৪ জয় এবং একটি করে হার ও ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে তারা। বাকি ম্যাচগুলোতে এভাবেই খেলতে থাকলে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিবে এমিরির দল।


ব্রেস্ট 
ফরাসি ক্লাব ব্রেস্ট এবারের চ্যাম্পিয়ন্স লিগের সারপ্রাইজ প্যাকেজ। ভিলার মতো ৬ ম্যাচে তাদেরও পয়েন্ট ১৩, রয়েছে সপ্তম স্থানে। তবে তারা রুখে দিয়েছে লেভারকুসেনের মতো দলকে। যদিও ব্রেস্ট যে চার ম্যাচে জয় পেয়েছে তা তাদের প্রায় সমশক্তির দলগুলোর সঙ্গে। তবে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্টে তাদের ধারাবাহিক পারফর্মেন্স চোখে পড়ার মতো। ফরাসি এই ক্লাবটিরও ভালো সুযোগ আছে শেষ ষোলোতে সরাসরি কিংবা প্লে-অফের জন্য জায়গা করে নিতে।


আরও পড়ুন: বার্সার রোমাঞ্চকর জয়ের রাতে জুভেন্টাসের কাছে হারল সিটি 


লিল
ফরাসি লিগে লিলকে বড় ক্লাবের কাতারে রাখা হলেও চ্যাম্পিয়ন্স লিগে তারা নেহাতই ছোট দল। তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে লিল ভালো পারফর্ম করে এগিয়ে যাচ্ছে শেষ ষোলোর দিকে। ভিলা এবং ব্রেস্টের মতো তাদেরও ৬ ম্যাচে পয়েন্ট ১৩। তারা রয়েছে তালিকার ৮ নম্বরে। যার মানে আট ম্যাচ শেষে এই স্থানে থাকতে পারলে লিল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিবে। অবাক করার বিষয় হচ্ছে, লিল এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মতো দলকে হারিয়েছে।


ফেইনুর্ড
ডাচ ক্লাব ফেইনুর্ড এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় রয়েছে। ৬ ম্যাচে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ১৮তম স্থানে রয়েছে তারা। গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে তারা। হারিয়েছে বেনফিকার মতো ক্লাবকে। তালিকায় ১৮ নম্বরে থাকলেও তাদের ভালো সুযোগ আছে প্লে-অফে জায়গা করে নেয়ার। ফেইনুর্ডের মতো অবস্থা বেলজিয়ামের ক্লাব ক্লাব ব্রুগ (তালিকায় ১৯তম) এবং পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়েরও (তালিকায় ১৭তম)।      

]]>
সম্পূর্ণ পড়ুন