চোর-চাঁদাবাজদের যারা প্রার্থী করতে চায়, তারাই পিআরের বিরোধিতা করছে: গোলাম পরওয়ার

৫ দিন আগে
নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে যারা কালো টাকা ব্যবহার করতে চায়, চোর-ডাকাত ও চাঁদাবাজদের প্রার্থী করতে চায়, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

 

গোলাম পরওয়ার বলেন, কেউ কেউ অপপ্রচার করছে জামায়াত পিআরের কথা বলে নির্বাচন পিছিয়ে দিতে চায়। আসলে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার বাণিজ্য করতে পারবে না, চোর-ডাকাতদের মনোনয়ন দিতে পারবে না, তারাই এর বিরোধিতা করছে। তিনি আরও বলেন, আধুনিক দুনিয়ার ৯০টি দেশে যদি পিআর পদ্ধতি চালু থাকতে পারে, বাংলাদেশে কেন পারবে না?


নির্বাচনের আগে ‘ফ্যাসিস্টদের বিচার কার্যকর করতে হবে’ দাবি করে তিনি বলেন, যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, আয়না ঘরে কিংবা কারাগারে মানুষ মেরেছে— তাদের বিচার ও রায় দৃশ্যমান করতে হবে।

 

আরও পড়ুন: কোনো শক্তিকে ভয় করে না জামায়াত: শফিকুর রহমান


গোলাম পরওয়ার আরও বলেন, জাতীয় পার্টি, ১৪ দল, মেনন ও ইনুর দল ১৭ বছর ফ্যাসিস্টদের পাহারা দিয়েছে; তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।


প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন হয়নি। প্রশাসন একটি দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করছে।


গোলাম পরওয়ার দাবি করেন, দেশের মানুষ এখন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের জনপদ থেকে শুরু হওয়া এ জোয়ারকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে।

 

আরও পড়ুন: জামায়াত আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

 

সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন