চেলসি-বার্সেলোনা লড়াইয়ে এগিয়ে কে?

২ সপ্তাহ আগে
চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে চেলসি ও বার্সেলোনা। পুরনো দুই শত্রুর লড়াইয়ে এগিয়ে কারা, এক নজরে দেখে নেয়া যাক।

চলমান চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অবস্থান ১১তম স্থানে, আর তার পরের স্থানেই রয়েছে চেলসি। দুই দলই ৪ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে বার্সেলোনা চেলসি থেকে উপরে অবস্থান করছে।


এদিকে সম্প্রতি দুই দলও ভালো ছন্দে রয়েছে। চেলসি শেষ ৫ ম্যাচে এক ম্যাচে ড্র এবং ৪ ম্যাচে ড্র করেছে। অপরদিকে, বার্সেলোনা শেষ পাঁচ ম্যাচে একটি করে ড্র ও হার দেখেছে। জয় পেয়েছে ৩ ম্যাচে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?


সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসি ও বার্সেলোনা মুখোমুখি হয়েছে ১৭ বার। যেখানে চেলসির ৫ জয়ের বিপরীতে বার্সেলোনার জয় ৬ ম্যাচে। বাকি ৬ ম্যাচে ফল আসেনি। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ দেখায় দুই দলের জয় একটি করে। ড্র হয়েছে ৩ ম্যাচে।


আরও পড়ুন: লিভারপুলকে কক্ষপথে ফেরাতে সালাহকে বেঞ্চে বসানোর পরামর্শ রুনির 


হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুই দলেই আছে ইনজুরির সমস্যা। অসুস্থতার কারণে বার্সেলোনার শেষ ম্যাচে খেলতে পারেননি রাশফোর্ড। চেলসির বিপক্ষে ফিরতে পারেন তিনি। এছাড়াও, আলেহান্দ্রো বালদে গাভি, পেদ্রি এবং টের স্টেগেনকে পাচ্ছে না বার্সেলোনা। অপরদিকে, কোল পালমার, লেভি কলউইল, দারিও এসুগো এবং রোমিও লাভিয়া ইনজুরির কারণে দলের বাইরে।


দুই দলের দুই তরুণ খেলোয়াড়ের দিকে নজর থাকবে। বার্সেলোনার ইয়ামালের সঙ্গে লড়াইটা হবে চেলসির এস্তেভাওয়ের। দুইজনই আছেন উড়ন্ত ফর্মে। 

]]>
সম্পূর্ণ পড়ুন