চেন্নাইয়ের ম্যাচে ‘আম্পায়ার ফিক্সিং’ করতেন বিসিসিআই সচিব

৪ সপ্তাহ আগে
বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্মদাতা বলা যায় তাকে। ২০১০ সাল পর্যন্ত আইপিএলের চেয়ারম্যানের দায়িত্বে তিনিই ছিলেন। সেই ললিত মোদি আইপিএল নিয়ে বোমা ফাটালেন। অভিযোগের তীর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক সচিব এম শ্রীনিবাসনের দিকে। মোদি অভিযোগ করেছেন, আইপিএলে ‘আম্পায়ার ফিক্সিং’ করতেন বিসিসিআইয়ের এই সচিব।

মাত্র দিন দুয়েক আগে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হলো আইপিএলের মেগা নিলাম। দারুণ জাঁকজমকপুর্ণ সেই নিলাম নিয়ে আলোচনা এখনও চলছে। এরই মধ্যে টুর্নামেন্টটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ললিত মোদি মারাত্মক অভিযোগ তুলেছেন খোদ বিসিসিআইয়ের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা শ্রীনবাসনের বিরুদ্ধে। মোদির দাবি, বিসিসিআইয়ের সাবেক সচিব চেন্নাই সুপার কিংসের ম্যাচে চেন্নাইয়ের আম্পায়ার রাখতেন।


রাজ শামানির ইউটিউব চ্যানেলে সম্প্রতি ললিত মোদি বলেন, ‘সে (শ্রীনবাসন) আইপিএল পছন্দ করতেন না। সে কখনোই ভাবতে পারেনি যে, আইপিএল কাজ করবে, কিন্তু যখন এটা কাজ করতে শুরু করল সবাই কৃতিত্ব নেয়ার চেষ্টা করেছে। সে (আইপিএলের গভর্নিং বডি) সদস্য এবং বোর্ডের সচিব ছিল, ফলে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সেই ছিল। আমি তার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছি, তাই সে অনেক কিছুই করেছে, আম্পায়ার ফিক্সিংও। সে স্বীকারও করত, আমি এটা করেছি।’


আরও পড়ুন: মেগা নিলাম থেকে কোন দেশের কতজন দল পেলেন


 

Lalit Modi accuses Srinivasan of UMPIRE FIXING in IPL:
1. Srini anyhow wanted Flintoff in CSK. He was BCCI Sec. We asked all other teams not to bid for him.

2. Srini changed the umpires. He appointed Chennai Umpires in the matches of Chennai Super Kings🤯
🎥: Raj Shamani YT pic.twitter.com/Z610hckBqD

— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) November 27, 2024


শ্রীনিবাসন কীভাবে ফিক্সিং করতেন তাও জানিয়েছেন, ‘আমি এটার জন্য তাকে অভিযুক্ত করেছিলাম। সে আম্পায়ার পরিবর্তন করত এবং আমি দুবারও চিন্তা করে দেখিনি। কিন্তু পরে আমি টের পেলাম, সে চেন্নাইয়ের ম্যাচে চেন্নাইয়ের আম্পায়ার দিচ্ছে, এটাকে আমি সমস্যা মনে করলাম। এটাকেই ফিক্সিং (পাতানো খেলা) বলে। তাই আমি এসব ফাঁস করে দেয়ার চেষ্টা করি, সে পুরোপুরি আমার বিপক্ষে চলে যায়।’


শুধু আম্পায়ার ফিক্সিংই নয়, শ্রীনবাসনের বিরুদ্ধে নিলামে ফিক্সিংয়েরও অভিযোগ তুলেছেন মোদি। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের নাম নিলামে উঠলে অন্যান্য দল যেন তার জন্য কোনো ডাক না দেয়, দলগুলোকে শ্রীনিবাসনের পক্ষ থেকে তেমন নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানান আইপিএলের এই প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।


তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা ফ্লিনটফকে শ্রীনিবাসনের কাছে দিয়েছিলাম। আমরা দিয়েছিলাম। এতে কোনো সন্দেহ নেই। প্রতিটি দলই এই বিষয়ে জানত। শ্রীনিবাসন আইপিএল হতে দিতেন না। তিনি আমাদের জন্য কাঁটার মতো ছিলেন। হ্যাঁ, আমরা সবাইকে বলেছিলাম ফ্লিনটফের জন্য বিড না করতে।’

]]>
সম্পূর্ণ পড়ুন