চেক জালিয়াতি: ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার

৫ দিন আগে
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় শুক্লা হাওলাদার (৫০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে অবসরপ্রাপ্ত ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) রাতে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


শুক্লা কীর্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের পঙ্কজ মণ্ডলের স্ত্রী এবং কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।


আরও পড়ুন: ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার


ঝালকাঠি সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জালাল এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘তিন বছর আগে পটুয়াখালী জেলা আদালতে আবু হোসেন নামে এক ব্যক্তি শিক্ষক শুক্লার বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলা করেছিলেন। ওই মামলায় এতদিন তিনি পালিয়ে ছিলেন। শুক্রবার শুক্লা গ্রামের বাড়িতে আসলে গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন