চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল

২ সপ্তাহ আগে
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা এবং পলিটেকনিক শিক্ষার্থীর ধর্ষণ ও বিভিন্ন সময় হুমকির প্রতিবাদে মশাল মিছিল করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এ মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা।


মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মিছিলে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘২৪ এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, প্রকৌশল সমাজ জেগেছে’, ‘১,২,৩, ৪ ডিপ্লোমা তুই কোটা ছাড়’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরল কেন, ইন্টেরিম জবাব দে’ শীর্ষক স্লোগান দেন। 

আরও পড়ুন:  বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার ২ প্রতিনিধি

পরবর্তীতে তারা স্বল্প সময়ের জন্য চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন