চুয়াডাঙ্গায় ৪ ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা

১ সপ্তাহে আগে
চুয়াডাঙ্গায় ৪ ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। সেই সঙ্গে ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) নাইম হোসেন চুয়াডাঙ্গার ৪টি ইটভাটায় অভিযান চালান। 


এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়ার কেএসবি ব্রিক্স (জিকজ্যাগ) ম্যানেজার আব্দুল বারিককে ১ লাখ টাকা, সদরের ডিহি-কৃষ্ণপুরের আরএমকে ব্রিক্সের (রুপান্তরিত জিকজ্যাগ) মালিক মিজানুর রহমানকে ২ লাখ, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের দোয়েল ব্রিক্সের (১২০ ফুট) মালিক আরিফুল ইসলামকে ২ লাখ ও চুয়াডাঙ্গার দামুড়হুদা ঈশ্বরচন্দ্রপুরের সুপার ব্রিক্সের (১২০ ফুট) মালিক শরিফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

আরও পড়ুন: সাতক্ষীরার অবৈধ ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা


পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই জরিমানার টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন