রোববার (২৩ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা আলোকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের স্ত্রী পারভীনা খাতুন (৪৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ভ্যানচালক রমজান আলী (২৬)।
আহতরা হলেন, আলোকদিয়া রাজাপুর গ্রামের ইসরাত ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের ছাবদুল।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলেরও
চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে চুয়াডাঙ্গা থেকে যাত্রীবাহী একটি বাস মেহেরপুর যাচ্ছিল। পথিমধ্য আলোকদিয়া বাজারে পৌঁছালে পেছন দিক থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানের এক আরোহি ঘটনাস্থলে মারা যায়।
আহত তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তাদের মধ্য দুজনের অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অন্যজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রমজান আলীর মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ’র যন্ত্রপাতি বাক্সবন্দি, সেবাবঞ্চিত মুমূর্ষু রোগীরা
তিনি আরো জানান আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·