নিহত নিশান (২১) আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের ক্যানালপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। তিনি মাছের আড়তে কাজ করতেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে আশিক ও নিশান মোটরসাইকেলে নিজ গ্রামের বাড়ি থেকে কাজের জন্য আলমডাঙ্গা শহরে আসছিলেন।
আরও পড়ুন: ট্রাকচাপায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৪ জনের
পথে নওদা গ্রামের ব্রিজের কাছে পৌঁছালে পাটকাঠিবোঝায় দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুর পিছনে ধাক্কা দিলে দুজন ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিশান মারা যান। আহত অবস্থায় আশিককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ স্বজনরা ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়েছে। মরদেহের সুরতাহল প্রস্তুত করা হয়েছে।