চুয়াডাঙ্গায় ‘গা পোড়া’ গরম, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই

২ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গায় চলমান তাপপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা ৩.২ ডিগ্রি বেড়ে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ।

 

বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ৫৬ শতাংশ। দুপুর ১২টার সময় তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়েছে এবং আর্দ্রতা কমে যাওয়ায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হয়েছে।

 

এর আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩.২ ডিগ্রি।

 

আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে এসএসসি পরীক্ষার্থী

 

তীব্র গরমে চুয়াডাঙ্গা শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। খোলা আকাশের নিচে কাজ করা খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা রোদে কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থায় পড়েছেন।

 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিনুর রহমান বলেন, ‘জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। আগামী দিনগুলোতেও তাপমাত্রা আরও বাড়তে পারে।’

 

চিকিৎসকরা জানিয়েছেন, এই তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া উচিত। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকসহ নানা অসুস্থতার ঝুঁকি রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন