চুল খোলা নাচে ট্রাম্পকে স্বাগত জানাল আমিরাতের তরুণীরা (ভিডিও)

১ সপ্তাহে আগে
তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব ও কাতারের পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ মে) আবুধাবির বিমানবন্দরে পৌঁছলে ট্রাম্প ও তার সফর সঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এসময় আরব আমিরাতের তরুণীরা দেশটির ঐতিহ্যবাহী চুল খোলা খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানান।

 

মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ পরামর্শক মার্গো মার্টিন এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, লম্বা চুলের অধিকারী তরুণীরা মাথা দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নৃত্য প্রদর্শন করেন।

 

আরও পড়ুন: ইউক্রেনে শান্তি প্রসঙ্গে ট্রাম্প / ‘পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না’

 

এর আগে গত মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বুধবার তিনি কাতারে যান।

 

এদিকে আরবের ধনী দেশগুলো যখন ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ব্যস্ত, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের ওপর বর্বরতা আরও বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল।

The welcome ceremony in UAE continues! 🇺🇸🇦🇪 pic.twitter.com/sXqS1IboMN

— Margo Martin (@MargoMartin47) May 15, 2025

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেসি জানিয়েছে, বুধবার (১৪ মে) রাতভর ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।

 

এমনকি মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকা নিয়ে বিতর্কিত নানা মন্তব্য অব্যাহত রেখেছেন। ট্রাম্প বলেছেন, তিনি গাজা ‘নিতে’ চান এবং এটিকে ‘ফ্রিডম জোনে’ পরিণত করতে চান।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তানের বিরোধ মিটে গেছে: ট্রাম্প

.@POTUS bids President Mohammed bin Zayed Al Nahyan farewell after receiving a royal welcome at Zayed International Airport in Abu Dhabi 🇺🇸🇦🇪 pic.twitter.com/NnIf6MYp44

— Rapid Response 47 (@RapidResponse47) May 15, 2025

বৃহস্পতিবার এক প্রতিবেদনে  সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা সম্পর্কে আমার কিছু ধারণা আছে, যা আমার মনে হয় খুবই ভালো। এটিকে একটি ফ্রিডম জোন হিসেবে গড়ে তোলা যায়। সেখানে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত হতে দিন এবং এটিকে (গাজা) কেবল একটি ফ্রিডম জোন হিসেবে গড়ে তুলুন।

 

চলতি বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মালিকানা গ্রহণ করবে এবং পুনর্নির্মাণ করা হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন