খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামি লোকাল মহানন্দা ট্রেনটি আটকা পড়লেও পরে ধীরগতিতে ঘটনাস্থল ত্যাগ করে।
রোববার (২৩ মার্চ) বিকেলে জীবননগর উথলে ঘোড়ামারা রেল গেটের কাছে রেললাইনে এ ফাটল দেখা যায়।
উথলি রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, উথলি ঘোড়ামারা রেলগেটের কাছে রেললাইনে জোড়ার মুখে এ ফাটল দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি জানালে দ্রুত রেললাইনে জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টাঙিয়ে দেয়া হয়। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ধীর গতিতে ট্রেন চলাচল করতে থাকে।
আরও পড়ুন: ‘গেটম্যানের চাকরি ও সংসার’, লতার কাছে দুই দায়িত্বই সমান
বাংলাদেশ রেলওয়ে চুয়াডাঙ্গার সহকারে নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ জানান, জীবননগরের উথলীতে রেল লাইনের জোড়ার মুখ খুলে গেছে। রেললাইনে জোড়ার মুখগুলো ঝালাই করা থাকে। মেরামতের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত সময়ে ঝালাইয়ের মাধ্যমে লাইন জোড়া লাগানো সম্ভব হবে। খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামি মেইল টেনটি ঘটনাস্থলের অদূরে দাঁড়িয়েছিল। খুলে যাওয়া রেল লাইনের জোড়ার মুখের স্থানে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। ধীরগতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে। খুলে গেলেও ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।
তিনি আরো জানান, মেরামতের পর ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে।