চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি

৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুর রশিদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াবকরি বাজারে এ ঘটনা ঘটে।

মামুনুর রশিদ দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি গ্রামের ভৈরবপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন।


জানা যায়, দুপুরে মামুনুর রশিদ কারখানায় কাঠ পালিশের কাজ করছিলেন। হঠাৎ মেশিনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মামুনুর রশিদকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু


দামুড়হুদা মডেল থানার (ওসি) মো হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন