শনিবার (২৬ জুলাই) দুপুরে জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহতের স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু পলাতক রয়েছেন।
নিহত মনিরুল ইসলাম একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানায়, মনিরুল ইসলাম এক মাস আগে বালিহুদা গ্রাম থেকে উঠে এসে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামে জমি কেনে। সেখানে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। শনিবার দুপুরের কোনো এক সময় কে বা কারা মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করেছে। এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না। পরে বেলা ২টার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: ময়মনসিংহে মা-দুই সন্তানকে হত্যার আসামি গাজীপুরে গ্রেফতার
এ ঘটনার পর মনিরুল ইসলামের ছেলে রাজু (২৫) প্রতিবেশী আকিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে খবর নেয় তার পিতা মারা গেছে কিনা? এ কারণে এলাকাবাসী ধারণা করছেন, হত্যাকাণ্ডের সঙ্গে ছেলে রাজু জড়িত থাকতে পারে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’