অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো সীমান্তে নেয়া হচ্ছিল। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বিজিবি টহল দল ছয়ঘড়িয়া প্রাইমারি স্কুলের সামনে থেকে স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করে।
আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা তেজারি অফিসে জমা রাখা হবে। আটক পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়। আটক স্বর্ণ পাচারকারী দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আফসার আলী (২৮)।
আরও পড়ুন: টানা ৩ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, সুলতানপুর সীমান্তের ছয়ঘড়িয়া প্রাইমারি স্কুলের সামনে একটি মোটরসাইকেলকে থামতে বলে বিজিবি। পরে মোটরসাইকেল আরোহীর কোমরে পরা লাল কাপড়ের বেল্টের মধ্য থেকে স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় তিন কেজি। বাজার মূল্য তিন কোটি ৭৮ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক পাচারকারীকে থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে সীমান্ত এলাকায়।