শুক্রবার (৪ জুলাই) রাতে চুয়াডাঙ্গা জাফরপুর ৬ বিজিবি ব্যাটেলিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা থেকে তেলবাহী একটি ট্যাংকলরি ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল। সরোজগঞ্জ থেকে একটি ইজিবাইক চুয়াডাঙ্গা আসার পথে জাফরপুর বিজিবি ব্যাটেলিয়নের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহত চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আর ঘটনাস্থলে একজন মারা যান।
আরও পড়ুন: ৬ মাসে সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ: সেভ দ্য রোড
তিনি আরও জানান, নিহত তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। একজন নারী ও দুইজন পুরুষ মারা গেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জুয়েল জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। দুইজন চিকিৎসাধীন রয়েছে।