চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী পথসভা

২ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গা ২ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন নির্বাচনী পথসভা ও আলোচনা সভায় অংশ নিয়েছেন। পৃথক দুটি সভায় স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার (৫ নভেম্বর) রাতে দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া ও উজিরপুর গ্রামে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।


বুধবার রাতে দামুড়হুদা ফকিরপাড়া গ্রামে ভিন্ন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচন নিয়ে আলোচনা করেন।


পরে একই উপজেলার উজিরপুর গ্রামে পথসভায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।


উজিরপুরের পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী রুহুল আমিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হাফেজ মাওলা মুহসিন এমদাদুল্লাহ জামেন,  দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটোন, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন আমির মাওঃ আবুল কাশেম জিহাদী, সেক্রেটারি মাওলানা ইমরুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন ১ নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন।


আরও পড়ুন: নির্বাচনেই জাতির ভাগ্যের ফয়সালা হবে: জামায়াত আমির


প্রধান অতিথি রুহুল আমিন বলেন, সুস্থ সুন্দর পরিবেশে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫৪ বছরে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তার বাস্তবায়ন দৃশ্যমান নয়। জামায়াত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশ পরিচালনা করবে ন্যায়ের ভিত্তিতে। দেশে কোন সংঘাত, হানাহানি, মারামারি, লুটপাট এর মত কোন ঘটনা আর ঘটবে না। দুটি সভায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন