শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা বন বিভাগের কার্যালয়সংলগ্ন বনে তক্ষকগুলো অবমুক্ত করা হয়।
চুয়াডাঙ্গা বন বিভাগের রেঞ্জ সহকারী শাহজামান রিপন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ নামের এক ব্যক্তি খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকার গাছ থেকে তক্ষকগুলো ধরে আনেন এবং নিজ বাড়িতে লুকিয়ে লালন-পালন করছিলেন। প্লাস্টিকের ঝুড়িতে রেখে তিনি তক্ষকগুলো বড় করছিলেন। গত বুধবার রাতে মেহেরপুর গাংনি র্যাব ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করে এবং পরে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
তিনি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বন বিভাগের কার্যালয় চত্বরের বনে তক্ষকগুলো অবমুক্ত করা হয়। অবমুক্তির পর তক্ষকগুলো তাদের স্বাভাবিক পরিবেশে ফিরে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি
রেঞ্জ সহকারী শাহজামান রিপন আরও বলেন, ‘উদ্ধার করা তক্ষকগুলোর বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এগুলো বিরল প্রজাতির প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ আইন সবাইকে মেনে চলতে হবে। অবৈধভাবে এসব প্রাণী সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ। আদালতের মাধ্যমে আমরা বিলুপ্তপ্রায় এসব প্রাণী উদ্ধার পাই।’
তক্ষক অবমুক্তের সময় বন বিভাগের অফিস স্টাফ আবুল হাসনাত রানা এবং মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
]]>
১৩ ঘন্টা আগে
৭







Bengali (BD) ·
English (US) ·