বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান ঢাকাস্থ বরগুনা জেলা ফোরামের নেতাকর্মীরা।
এ সময় সংগঠনটির সভাপতি ডা. সুলতান আহমেদ বলেন, বরগুনা একটি অবহেলিত জনপদ। শিক্ষা-দীক্ষায় অনেকটা এগিয়ে থাকলেও স্বাস্থ্যখাতে পিছিয়ে। এখানকার কোনো মানুষ গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য সুদূর ঢাকা আনতে হয়৷ এক্ষেত্রে পথেই অনেক সময় মৃত্যু হয় রোগীদের। এছাড়া বিশেষজ্ঞ কোনো চিকিৎসক না থাকায় জটিল কোনে রোগের চিকিৎসা পান না রোগীরা। তাই সরকারি বা বেসরকারি খাতে কোনো ভালোমানের হাসপাতাল নির্মাণ এখন সময়ের দাবি।
আরও পড়ুন: চীনের সহায়তার হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবি
এজন্য প্রস্তাবিত চীনের অর্থায়নে হাসপাতালের একটি বরগুনায় করার ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।
একই দাবি জানিয়ে বক্তব্য দেন ফেরামের অন্যতম নেতা মোস্তাফিজুর রহমান শাহীন, অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, আ ন ম বজলুর রহমানসহ আরও অনেকে।
]]>