চালের ঘাটতি পূরণের চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

১ সপ্তাহে আগে
চালের দাম বৃদ্ধি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চাল আমদানি হচ্ছে। দেশে নতুন করে এক লাখ টন চাল আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দরে ৫০ হাজার কেজি চাল জাহাজ থেকে ডিসচার্জ হচ্ছে। আশা করা হচ্ছে মজুদের ঘাটতি নেই। ঘাটতি থাকলে তা পূরণে সরকার চেষ্টা করছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী। কোরবানি ঈদ পর্যন্ত প্রস্তুতি নেয়া হচ্ছে। যেন সরবরাহ ও ঘাটতির সমতা থাকে।’

 

আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না: উপদেষ্টা


বাণিজ্য উপদেষ্টা জানান, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে এতদিন ভর্তুকিমূল্যে পণ্য পাওয়ার জন্য যারা উপযুক্ত ছিল তারা তা পায়নি। এখন যাতে পায় সেই চেষ্টা চলছে।

 

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও টিসিবি ডিলাররা অংশ নেন।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন