চাকসুর ফল কারচুপির পাঁয়তারার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১ সপ্তাহে আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ তুলে ঢাকার শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে সংগঠনটি। কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর দক্ষিণসহ রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।


নেতাকর্মীদের অভিযোগ, চাকসুতে প্রশাসন শিবিরের প্রতি অবৈধভাবে পক্ষপাতিত্ব করেছে। সেখানে যদি ফলাফল পরিবর্তনে কোনো ধরনের পাঁয়তারা করা হয় তাহলে ছাত্রদলের নেতাকর্মীরা সেটি সহ্য করবেন না। যেকোনো মূল্যে সব ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।


ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করবেন বলে জানিয়েছেন।


ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কারচুপির পাঁয়তারা চলছে। আমরা বেশ কয়েকটি অনিয়মের তথ্য পেয়েছি। তাই এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি।'


তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, 'যদি চাকসু নির্বাচনে সামান্য পরিমাণও কারচুপি হয় এবং কৃত্রিমভাবে কাউকে বিজয়ী দেখানোর চেষ্টা করা হয়, তবে ছাত্রদল আগামীকাল থেকে কঠোর কর্মসূচিতে যাবে। সেই কর্মসূচি এমন হবে যা বাংলাদেশের রাজনীতির হিসাব উল্টে দেবে।'


আরও পড়ুন: চাকসু নির্বাচন: ৩ হলের ফলাফলে এগিয়ে ছাত্রদল


ছাত্রদলের দাবি, অতীতে ডাকসু ও জাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে এবং প্রশাসন সেই দায় এড়িয়েছে। কিন্তু এবার তারা কোনোভাবেই কারচুপি মেনে নেবে না।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর হচ্ছে চাকসু নির্বাচন, যাতে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন।


ভোট শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। তবে তারা ভোট বর্জন না করার কথা বলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন