বুধবার (১৫ অক্টোবর) কোনো ধরনের গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ শেষে ভোর পৌনে ৫টার দিকে বাণিজ্য অনুষদের মিলনায়তনে ফল ঘোষণা করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
কেন্দ্রীয় ২১ সম্পাদকীয় পদের মধ্যে ১৯টিতে এবং পাঁচটি সদস্য পদের সবগুলোতেই জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।
শীর্ষ পদে শিবিরের প্রার্থীদের জয়
ভিপি পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ইব্রাহীম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোটে বিজয়ী হয়েছেন। জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট।
তাদের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট এবং জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট।
শিবির পরাজিত দুই পদ
শুধু এজিএস ও সহ-খেলাধুলা সম্পাদক পদে জয় পায়নি শিবির। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোটে নির্বাচিত হয়েছেন। সহ-খেলাধুলা সম্পাদক পদে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের তামান্না মাহবুব স্মৃতি বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন: দীর্ঘ ৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে শিবির
অন্যান্য সম্পাদক পদে বিজয়ী যারা
- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন
- সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: তামান্না মাহবুব স্মৃতি
- সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর)
- সহ-সাহিত্য সম্পাদক: জিহাদ হোসাইন
- দপ্তর সম্পাদক: আবদুল্লাহ আল নোমান
- সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত
- ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা
- সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা
- বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান
- গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন
- সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান
- স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান ইমরান
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান সোহান
- যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. ইসহাক ভূঁঞা
- সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবাইদুল সালমান
- আইন ও মানবাধিকার সম্পাদক: ফজলে রাব্বি তৌহিদ
- পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ
নির্বাহী সদস্য পদে জয়ী ৫ জন
১. জান্নাতুল ফেরদাউস সানজিদা
২. আদনান শরীফ
৩. আকাশ দাশ
৪. সালমান ফারসী
৫. সোহানুর রহমান
ভোটে ছাত্রদল এজিএসের পদ পেলেও অন্য কোনো প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী সুবিধা করতে পারেননি।
এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে একচেটিয়া জয়ের ধারাবাহিকতা ধরে রাখল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।
]]>
১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·