ফল প্রকাশের আগেই মিলনায়তনজুড়ে উৎসাহী শিক্ষার্থীদের ভিড় জমে। প্রাথমিক ফলাফলে নিজেদের পছন্দের প্রার্থী ও প্যানেল এগিয়ে রয়েছে এমন খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘তুমি ও জানো, আমি ও জানি, আমরা সবাই বাংলাদেশি’, ‘চাকসু চাকসু’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার দেশ, আমার দেশ, বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’- এমন নানান স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো অডিটরিয়াম।
শিক্ষার্থীরা জানান, বহুদিনের প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা গর্বিত ও আবেগাপ্লুত। এক শিক্ষার্থী বলেন, 'এটা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ফল যাই হোক, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পেরে গর্বিত।'
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবার নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয়। কেন্দ্রীয় সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে মোট প্রার্থী ছিলেন ৯০৮ জন।
২৭ হাজার ৫১৮ জন ভোটারের মধ্যে প্রতিটি ভোটারকে সর্বমোট ৪০টি ভোট প্রদান করতে হয়েছে। ২৬টি কেন্দ্রীয় এবং ১৪টি হল সংসদের জন্য। ভোটগ্রহণ হয় ব্যালট পেপারের মাধ্যমে, তবে গণনা চলছে আধুনিক ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।
কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ১৪টি হল এবং একটি হোস্টেল মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৪৭ জন।
আরও পড়ুন: ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবিরে উত্তেজনা, উপ-উপাচার্য অবরুদ্ধ
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয় নানা পদক্ষেপ। অনুষদের ডিনরা রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানরা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ভোটার তালিকায় ছবি সংযুক্ত করে নিশ্চিত করা হয় পরিচয় যাচাই।
শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ভোটের দিন চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসমুখী শাটল ট্রেন চলেছে ১১ বার করে। এছাড়া ১৫টি বাসও শিক্ষার্থীদের সেবা দেয়।
হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রেই ঘোষণা করা হচ্ছে, তবে চাকসুর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে। ফলাফল ঘোষণা ঘিরে সেখানে ভিড় করছেন সাধারণ শিক্ষার্থী, সমর্থক ও প্যানেল নেতৃবৃন্দ।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·