চাকসু নির্বাচিতদের হঠাৎ শপথ গ্রহণে আপত্তি!

৪ সপ্তাহ আগে ১১
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে (চাকসু) নির্বাচিত নির্বাহী সদস্য আকাশ দাসের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণে আপত্তি জানায় চাকসু, হল ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের কথা রয়েছে।

 

বুধবার (২২ অক্টোবর) রাতে, আকাশ দাসের সঙ্গে একই মঞ্চে শপথ নেবে না বলে নির্বাচিত প্রার্থীদের স্ট্যাটাসে সরগরম হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম।

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের সাধারণ সম্পাদক (জিএস) নাজিফা তাসফিয়াহ বলেন, ‘প্রশাসনের আমন্ত্রণকে আমরা স্বাগত জানিয়ে অডিটোরিয়ামে উপস্থিত থাকব। তবে আকাশ দাসের উপস্থিতিতে আমরা শপথ নেব না।’

 

আরও পড়ুন: চাকসুর ফল কারচুপির পাঁয়তারার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

 

আলাওল হল সংসদের বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হোসাইন বলেন, ‘যে অডিটোরিয়ামে আকাশ দাসের মতো পটেনশিয়াল র‍্যাপিস্ট শপথ নিবে সে অডিটোরিয়ামে আমি শপথ নিচ্ছি না।’

 

শাহজালাল হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মোহাম্মদ রায়হান চৌধুরী বলেন, ‘আগামীকাল সমাজবিজ্ঞান অডিটোরিয়ামের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করব। কিন্তু আকাশ দাসের মতো বিকৃত মস্তিষ্কের কেউ যদি আমার সাথে শপথ গ্রহণ করে তাহলে, আমি শপথ গ্রহণ করব না।’

 

আরও পড়ুন: চাকসুর ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

 

উল্লেখ্য, চাকসু নির্বাচনে নির্বাহী সদস্য পদে নির্বাচিত আকাশ দাস সম্প্রতি বুয়েটে ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে ব্যাপক তোপের মুখে পড়ে। পরবর্তীতে তার পোস্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন