এর মধ্যে অতীশ দীপঙ্কর হলে ভিপি, জিএস, এজিএস তিন পদেই এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন হদয় ২২৩ ভোট পেয়ে এগিয়ে। জিএস পদে ছাত্রদল সমর্থিত মো. শাফায়াত হোসেন ১৬৪ ভোট পেয়ে এগিয়ে এবং এজিএস পদে ২৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক।
এছাড়া মাস্টার দ্যা সূর্য সেন হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হদয় ১৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ও শিবির মনোনীত ইব্রাহিম রনি পেয়েছেন ১৩০ ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পদে সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে ও ছাত্রদলের শাফায়েত হোসেন ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।
অন্যদিকে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ফলাফলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন ৩৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ২৭ ভোট, 'বৈচিত্র্যের ঐক্য' প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: চাকসু নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার
জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট। এদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
উল্লেখ্য, চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
]]>

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·