যেসব কেন্দ্র ও হলের ফল পাওয়া গেছে সেগুলো তুলে ধরা হলো-
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল:
এখানে বিশ্ববিদ্যালয়ের শুধু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা থাকেন। ১৫৪ শিক্ষার্থীর এই হোস্টেলে ১২৪ জন ভোট দিয়েছেন।
এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন পেয়েছেন ২৭ ভোট। এ ছাড়া ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পেয়েছেন।
জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদবিন হাবীব। ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট। এদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
মাস্টারদা সূর্যসেন হল:
এই হলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।
এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।
অতীশ দীপঙ্কর হল
অতীশ দীপঙ্কর হলে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন। এ পদে তিনি পেয়েছেন ২২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের ভিপিপ্রার্থী পেয়েছেন ৯০ ভোট। ৯০ ভোট পেয়েছেন গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত ধ্রুব বড়ুয়া।
অন্যদিকে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ১৬৪ ভোট । একই পদে গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত প্রার্থী সুদর্শন চাকমা পেয়েছেন ১৩১ ভোট, আর ছাত্রশিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।
এজিএস পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান পেয়েছেন ২৬৬ ভোট। একই পদে ছাত্র ফেডারেশন ও স্টুডেন্টস অ্যালয়েন্স ফর ডেমোক্রেসি সমর্থিত পলাশ দে পেয়েছেন ৬২ ভোট আর গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত জাকিরুল ইসলাম পেয়েছেন ৫৭ ভোট।
সোহরাওয়ার্দী হল
সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৪৮৮ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬৮০ ভোট।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট পেয়েছেন। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ৪৫৮ ভোট পেয়ে এগিয়ে আছে।
এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরের প্রার্থী সাজ্জাদ হোসন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।
আরও পড়ুন: ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবিরে উত্তেজনা, উপ-উপাচার্য অবরুদ্ধ
নবাব ফয়জুন্নেসা হল
ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থীর ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২১২ ভোট ও ছাত্রদলের সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২৯১ ভোট পেয়েছেন।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৬৪ ভোট, ছাত্রদলের প্যানেলের শাফায়েত হোসেন ১১৭ ভোট ও সুদর্শন চাকমা ১৩৩ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসেন মুন্না ১৩১ ভোট ও ছাত্রদলের প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৩৪৪ ভোট।
শামসুন নাহার হল
শামসুন নাহার হল ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৪৯৬ ভোট ও ছাত্রদলের সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২২৮ ভোট পেয়েছেন।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৫৩৮ ভোট ও ছাত্রদলের শাফায়েত হোসেন ১২২ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসেন মুন্না ৩০৪ ও ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ৩৯৩ ভোট পেয়েছেন।
বেগম খালেদা জিয়া হল
বেগম খালেদা জিয়া হল ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৬২২ ভোট ও ছাত্রদলের সাজ্জাদ হৃদয় ৩০৩ ভোট পেয়েছেন।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৬৮১ ও ছাত্রদলের শাফায়েত হোসেন ১৪৬ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৩৭৬ ভোট ও ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৫৩৬ ভোট পেয়েছেন।
এফ রহমান হল
এ এফ রহমান হলে ভিপি পদে ৩৮১ ভোট পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ২২৬ ভোট পেয়েছেন।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ৩৫১ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ২২০ ভোট পেয়েছেন।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৪৪২ ভোট পেয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান। তার নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন ২৩১ ভোট পেয়েছেন।
আলাওল হল
আলাওল হলে ভিপি পদে ৩৯৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের সাজ্জাদ হোসেন ২৫২ ভোট পেয়েছেন।
জিএস পদে ৩৯৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ২০০ ভোট পেয়েছেন।
এজিএস পদে ৪৭১ ভোট পেয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান। তার নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন ২২৫ ভোট পেয়েছেন।
শাহজালাল হল
শাহজালাল হলে ভিপি পদে ৭৭৯ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ৪৮১ ভোট পেয়েছেন।
জিএস পদে ৭৮০ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ২৮৫ ভোট পেয়েছেন।
এজিএস পদে ৭৮৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান ৫৭৯ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: চাকসু নির্বাচন: ফয়জুন্নেসা হল ও খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা
কলা ও মানববিদ্যা অনুষদের কেন্দ্র
কলা ও মানববিদ্যা অনুষদের নতুন ভবন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন পেয়েছেন ১ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৯৫৯ ভোট।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ৭০৫ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। তাঁর নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।
নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয়, মোট ২৩২টি পদে প্রার্থী ছিলেন ৯০৮ জন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৪৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়েন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯৩ জন প্রার্থী।
মোট ২৭ হাজার ৫১৮ জন ভোটার থাকলেও কিছু কেন্দ্রে ভোটের হার ছিল তুলনামূলকভাবে কম। ভোটারদের সুষ্ঠুভাবে ভোটদান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়। চলাচলের জন্য ছিল ১৫টি বাস ও ১১ বার শাটল ট্রেন।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·