কলা ও মানববিদ্যা অনুষদের নতুন ভবন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া কেন্দ্রটিতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী ইব্রাহীম হোসেন পেয়েছেন ১ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৯৫৯ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ৭০৫ ভোট পেয়েছেন।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। তার নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।
এর আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কেএম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, চাকসু নির্বাচনে মোট ভোটের প্রায় ৭০ শতাংশ পড়েছে।
আরও পড়ুন: চাকসু নির্বাচন: ফয়জুন্নেসা হল ও খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা
বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
উল্লেখ্য, চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·