চাকসু নির্বাচন: অতীশ দীপঙ্কর হলের ফলাফল প্রকাশ

১ সপ্তাহে আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে এ ফলাফল ঘোষণা করা হয়। এই হলে ৬৪৯ ভোটের মধ্যে ৪৯৭ ভোট কাস্ট হয়েছে।

ফলাফলে দেখায় যায়, এই হলে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভিপি, জিএস, এজিএস তিন পদেই এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন হদয় ২২৩ ভোট পেয়ে এগিয়ে। জিএস পদে ছাত্রদল সমর্থিত মো. শাফায়াত হোসেন ১৬৪ ভোট পেয়ে এগিয়ে এবং এজিএস পদে ২৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক।


এই হলে সহ-সভাপতি পদে ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিপুল চাকমা। সাধারণ সম্পাদক পদে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. কবির আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অনন্ত কির্ত্তনীয়া।


খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে ২৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন রুমনজয় তঞ্চঙ্গ্যা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ৩০৫ ভোট পেয়ে মনসা ত্রিপুরা। দফতর সম্পাদক পদে অরিয়ন চাকমা ৩১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে অন্তর চন্দ্র দেব ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে চয়ন বড়ুয়া ১৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৩৯১ ভোট পেয়ে অমিতাভ বড়ুয়া বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন। ১৫৫ ভোট পেয়ে মো. তৌফিকুল ইসলাম যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে জয়লাভ করেছেন এবং ২৭৭ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে জানে আলম বায়েজিদ জয়লাভ করেন।


আরও পড়ুন: চাকসু নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার


বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।


উল্লেখ্য, চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

]]>
সম্পূর্ণ পড়ুন