মঙ্গলবার (২৯ জুলাই) বিবৃতিতে বিষয়টি জানিয়েছে কেকেআর। তারা বিবৃতিতে বলেছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন চ্যালেঞ্জ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন। ২০২৪ সালে চ্যাম্পিয়ন করানোর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য। তার নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দারুণ প্রভাব রেখেছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
আরও পড়ুন: কোহলিকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন, দাবি মঈন আলীর
২০২২ সালের আগস্টে কলকাতায় যোগ দেন চন্দ্রকান্ত। দায়িত্ব নেয়ার পর ২০২৩ সালে প্রথম মৌসুমে দল সপ্তম হয়েছিল কলকাতা। ২০২৪ আসরে তার অধীনে শিরোপা জয়ের স্বাদ পায় কলকাতা।
ভারতের জার্সিতে পাঁচ টেস্ট ও ৩৬ ওয়ানডে খেলা উইকেটরক্ষক ব্যাটার চন্দ্রকান্তের কোচিংয়ে আইপিএলে তিন আসরে ৪২ ম্যাচ খেলেছে কলকাতা। এর মধ্যে জিতেছে ২২টিতে, হেরেছে ১৮টিতে, ফল হয়নি ২টি ম্যাচের।