চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে ববির অস্থায়ী কর্মচারীরা

৩ সপ্তাহ আগে
চাকরি স্থায়ী করণের দাবিতে অব্যাহত কর্মবিরতি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ২য় দিনের মতো সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।


কর্মবিরতিতে থাকা কয়েকজন কর্মচারী জানিয়েছে, '২০২২ সালে সাবেক উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সময়ে কয়েকজন কর্মচারীর চাকরি স্থায়ী করা হলেও এরপর থেকে প্রক্রিয়া থেমে যায়। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বিষয়টি জানার পর দুই মাস সময় নিয়ে কমিটি গঠন ও নতুন বোর্ড বসানোর আশ্বাস দেন, যার সময়সীমা ছিল ২০ অক্টোবর পর্যন্ত। কিন্তু ইউজিসি থেকে অনাপত্তিপত্র না দেওয়ার অজুহাতে সেটিও আলোর মুখ দেখেনি। অথচ ইউজিসি চার বছর আগে এসব পদে নিয়োগের অনুমতি দিয়েছিল।'


আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ


আন্দোলনকারী কর্মচারী ইজাজ জানান, 'তাদের মধ্যে কেউ কেউ এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। অধিকাংশ কর্মচারীর চাকরির মেয়াদ ৭ থেকে ১০ বছর পার হলেও বারবার আশ্বাসের পরও স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন অবস্থায় কম উপার্জন নিয়ে মানবেতর জীবন যাপন করা ৫৮ জন অস্থায়ী কর্মচারী দিশেহারা হয়ে পড়েছেন। তাই বাধ্য হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তারা।


এদিকে কর্মবিরতির ফলে বিভিন্ন দফতরের সেবা কার্যক্রম স্থগিত রয়েছে, আটকে পড়েছে গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রম।

]]>
সম্পূর্ণ পড়ুন