চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোরকে কুপিয়ে হত্যা, দুই আসামি রিমান্ডে

২ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ব বিরোধের জেরে দুই কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাচোল আমলি আদালতের বিচারক ঈশিতা শবনম এ আদেশ দেন।


নিহতরা হলেন: ফতেপুর ইউনিয়নের আবদুর রহিমের ছেলে রায়হান (১৩) ও এজাবুল হকের ছেলে মাসুদ রানা (১৮)।


গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালীন সময়ে দুই কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আরও চারজন।


এ ঘটনায় বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামি করা হয়েছে। এর আগে ঘটনার দিন মঙ্গলবার দিবাগত রাতেই এজাহারভুক্ত আসামি আজিজুল হক (৫২) ও মো. তাসিমকে (৩২) গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: মধ্যরাতে বাড়ির সামনে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা


মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর জানান, এজাহারনামীয় আসামি আজিজুল ও তামিমকে আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আসামি আজিজুল হক ও মো. তাসিমের রিমান্ড বৃহস্পতিবার শুরু হবে। শুক্রবার রাত পর্যন্ত পুলিশের রিমান্ডে থাকবেন তারা। রিমান্ডে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করা যাচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন