বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে শাহপরাণ (র.) থানার আওতাধীন সুরমা গেট এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
গণমাধ্যমে পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরমা গেট এলাকায় পুলিশের চেকপোস্ট দেখেই ট্রাকের চালক গাড়ি সড়কের পাশে ফেলে রেখেই পালিয়ে যান। পরে পুলিশ ট্রাক ও চিনি জব্দ করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রাক থেকে মোট ৩০৮ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসব বস্তায় চিনি আছে ১৫ হাজার ৯২ কেজি যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় চিনিসহ আটক ৩
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।