পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার মধ্যরাতে একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় রাজশাহী রেঞ্জ পুলিশের দুজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে চারটি দলে বিভক্ত হয়ে দুই শতাধিক পুলিশ সদস্য বিভিন্ন বাড়ি ও অপরাধ স্পটে অভিযান চালান। এই অভিযান মূলত চিহ্নিত চোর-ডাকাত, অস্ত্র ও মাদক কারবারিদের ধরার জন্য। পাশাপাশি বিভিন্ন মামলায় পলাতক আসামিদেরও ধরার চেষ্টা করা হয়।
শুক্রবার সকাল ৭টা পর্যন্ত চলা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪১ জন এবং নওগাঁ থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ৮ জন চিহ্নিত ডাকাত এবং কয়েকজন মাদক ব্যবসায়ী। পুলিশ ১০টি দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্যও উদ্ধার করেছে। স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন, এটি নিয়মিতভাবে ও জোরদারভাবে চালানো হবে।
আরও পড়ুন: খুলনায় আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম রেজা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পর্যায়ক্রমে পুরো বিভাগে অভিযান চালানো হবে। বড় পরিসরের একাধিক জেলায় অভিযান চালালে আসামি গ্রেফতারের সুবিধা হয় এবং সাধারণ জনগণের মধ্যে আত্মবিশ্বাসও বাড়ে।
এর আগে, গত ৯ নভেম্বর পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযানে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালিত হয়েছিল। এতে ৬৭ জনকে গ্রেফতার এবং ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

১৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·