‘চাঁদাবাজির মহামারিতে দেশ’, ‘ভূমিকম্পের ঝুঁকিতে হাসপাতালও’

২ দিন আগে
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে নিয়মিত তুলে ধরছে। এখান থেকে এক নজরে জেনে নেয়া যাবে দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। 

 

পত্রিকাগুলো ভূমিকম্প, নির্বাচন, দেশজুড়ে চলমান চাঁদাবাজিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে।

 

চাঁদাবাজির ‘মহামারি’তে দেশ - দৈনিক কালের কণ্ঠের প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ড থামছে না। তাদের রোষানল থেকে রেহাই পাচ্ছেন না ফুটপাতের ব্যবসায়ীরা। এমনকি শীর্ষ রাজনৈতিক নেতারাও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তেমনি বাড়িঘর নির্মাণ করতে গিয়েও দিতে হচ্ছে চাঁদা। চাঁদাবাজদের কমবেশি সবারই রাজনৈতিক পরিচয় আছে। কেউ পুরনো দলের নেতা, আবার কেউ নব্য রাজনৈতিক দলের নেতা। আবার বড় নেতাদের নাম ভাঙিয়েও করা হচ্ছে দেদার চাঁদাবাজি।

 

 

 

দিনে দিনে সারা দেশের এই চাঁদাবাজি অনেকটা মহামারির মতো ছড়িয়ে পড়েছে। শহর থেকে উপজেলা-সবখানেই একই চিত্র। ভুক্তভোগী সাধারণ মানুষ অভিযোগ তুলছে, একদল ‘প্রভাবশালী’ রাজনৈতিক কর্মী, দলীয় পরিচয়ধারী কিছু নেতা চাঁদাবাজিতে বেশি জড়িত। পুলিশের অভিযানে কিছু চাঁদাবাজ গ্রেফতার হলেও চাঁদাবাজি থামছে না। এমনকি রাজনৈতিক দল সাংগঠনিক ব্যবস্থা নিলেও চাঁদাবাজদের অপরাধ বন্ধ করছে না।

 

৫০ লাখ টাকা ঘুষের দণ্ড শুধুই তিরস্কার! - দৈনিক কালের কণ্ঠের আরেকটি সংবাদ এটি।

 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার  মো. আব্দুল হান্নান নরসিংদীতে পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন পেতে ৫০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন। তা তিনি দিয়েছিলেন ২০২৩ সালে। তবে জুলাই অভ্যুত্থানের পর গত বছরের নভেম্বরে তিনি নরসিংদীর এসপি হন। এর পরই ক্ষমতার প্রভাবে ঘুষের টাকা থেকে পাঁচ লাখ টাকা ফেরতও নেন তিনি।

 

 


বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে লঘুদণ্ড ‘তিরস্কার’ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘুষের মতো একটি ফৌজদারি অপরাধের বিষয়ে কোনো মামলা হয়নি দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এমন নৈতিক স্খলনজনিত অপরাধ প্রমাণিত হওয়ার পরও তিরস্কার দণ্ড দেওয়ায় তোলপাড় ও কানাঘুষা চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনে।

 

ভূমিকম্প ঝুঁকিতে হাসপাতালও - দৈনিক মানবজমিনের প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বড় ধরনের ভূমিকম্পনে মানুষের শারীরিক ক্ষতি হলে প্রথমে যাবেন হাসপাতালে। কিন্তু রাজধানীর সরকারি অনেক হাসপাতালই অনেকটা ঝুঁকিপূর্ণ। এর বাইরে ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলার মতো প্রস্তুতিও নেই হাসপাতালগুলোর। 

 

 

 

দেশের সরকারি ও বেসরকারি বড় সব হাসপাতাল ঢাকায় অবস্থিত। এসব হাসপাতালের ওপর নির্ভর করছে সারা দেশের রোগীদের বড় অংশ। রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে সরকারি বড় হাসপাতালগুলোর অনেক ভবন পুরনো এবং জরাজীর্ণ। বিশেষ করে ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতাল ভবন অনেক ঝুঁকিপূর্ণ। দেশের জরুরি চিকিৎসার প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সব সময় শয্যার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নেন। এই হাসপাতালের মূল ভবনে বেশি রোগী চিকিৎসা নেন। শতবর্ষী এই ভবনটি ঝুঁকিপূর্ণ ভবনের একটি। 



এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন রাজনৈতিক জোট - দৈনিক ইত্তেফাকের সংবাদ এটি।


প্রতিবেদনটিতে বলা হয়েছে, জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন জোট গঠন হচ্ছে। এনসিপির নেতৃত্বে পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফরম এবং আগ্রহী অন্যান্য দল মিলে বিজয়ের মাস ডিসেম্বরে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে জানা গেছে।

 

 

 

আসন্ন নির্বাচনের আগে এ জোট গঠন হলেও মূলত দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিতে প্রেশার গ্রুপ হিসেবে এ জোট ভূমিকা রাখবে। এছাড়া জাতীয় নির্বাচনেও দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে।


বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে, উন্নয়নে কমেছে - দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ এটি।

 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতাসহ পরিচালন খরচ আগের বছরের চেয়ে বেড়েছে। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে খরচ কমেছে।চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা, দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধসহ বিভিন্ন খাতের সরকারের পরিচালন খরচ বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ১০ হাজার কোটি টাকা। তিন মাসের হিসাবে সরকারের পরিচালন খরচ প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

 

পরিচালন খরচ বেড়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত অর্থ খরচ করা যাচ্ছে না। জুলাই–সেপ্টেম্বর হিসাবে এবারই গত আট বছরের মধ্যে উন্নয়নে সবচেয়ে কম খরচ হয়েছে। সরকারের অন্যতম রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার মাসে ঘাটতি ১৭ হাজার কোটি টাকা। সরকারের মতো দেশের সাধারণ মানুষেরও খরচ বেড়ে গেছে। কিন্তু আয় ততটা বাড়ছে না।



আইসিইউর ৪১% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না - দৈনিক সমকালের সংবাদ এটি।


প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অযাচিত ব্যবহার উদ্বেগজনক হারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বাড়িয়ে তুলেছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাম্প্রতিক জাতীয় জরিপে উঠে এসেছে যে, দেশের আইসিইউতে ভর্তি ৪১ শতাংশ রোগীর শরীরে কোনো অ্যান্টিবায়োটিকই কার্যকর হচ্ছে না। চিকিৎসাবিজ্ঞানীদের ভাষায়, এ অবস্থা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

 

 

 

জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত পরিচালিত এই কেস–ভিত্তিক নজরদারি জরিপে ৯৬ হাজারের বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, পাঁচটি আইসিইউ থেকে সংগৃহীত নমুনায় ৭১ ধরনের অ্যান্টিবায়োটিক পরীক্ষা করে দেখা যায় উল্লেখযোগ্য সংখ্যক রোগীর দেহে কোনো ওষুধই কাজ করছে না।

]]>
সম্পূর্ণ পড়ুন