চাঁদা না পেয়ে বসতঘরে আগুন, গ্রেফতার ৪

২ সপ্তাহ আগে
বান্দরবানের লামার সরই ইউনিয়নের তঙ্গ ঝিরি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে তঙ্গঝিরি এলাকার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


আটকরা হলেন: একই পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০) যোয়াকিম ত্রিপুরা (৫২) মসৈনিয়া ত্রিপুরা (৪৪) মো. ইব্রাহিম (৬৫)।


পুলিশ জানায়, আসামিরা গুঙ্গামনি ত্রিপুরা ও পাড়ার বাসিন্দাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১ টার দিকে পাড়ার মানুষ না থাকার সুবাদে আগুন দিয়ে ১৬ টি মাচাং ঘর পুড়িয়ে দেয়। পরে গুঙ্গামনি ত্রিপুরা বাদী হয়ে মামলা করলে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে ৪ জন আসামিকে গ্রেফতার করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করে।


আরও পড়ুন: আগুনে ক্ষতিগ্রস্ত ত্রিপুরাপল্লি পরিদর্শন করবেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা


এদিকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলাপ্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জড়িতদের কঠোর শাস্তি দেয়ার কথাও জানান।


উল্লেখ্য, গত মঙ্গলবার পাড়ার মানুষ গির্জায় প্রার্থনা করতে গেলে গ্রেফতার আসামিরা তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়। এর আগে চাঁদা না দিলে বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় গত নভেম্বর মাসে লামা থানায় আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন গুঙ্গামনি ত্রিপুরা।

]]>
সম্পূর্ণ পড়ুন