এসময় বক্তারা অভিযোগ করেন, তালতলী উপজেলার বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শহিদুল হকের চাঁদাবাজির কারণে নিশানবাড়িয়া এলাকার জেলেরা অসহায় হয়ে পড়েছেন। তাই চাঁদাবাজির প্রতিবাদ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি এ ঘটনার বিএনপিকে এ অভিযোগের তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালীন সমাবেশে নিশানবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহমান তালুকদার বলেন, আমাদের এই এলাকায় এক সময় কয়েক শতাধিক মানুষ বেকার ছিল। পরে বিভিন্ন মানুষের থেকে দাদন নিয়ে জাল নৌকা কিনে ব্যবসা শুরু করেন। বিগত প্রায় ৮-১০ বছর ধরে চলমান এ ব্যবসায় কোনো সমস্যা ছিল না। কিন্ত উপজেলা বিএনপির পদে থেকে শহিদুল হক বাজারঘাট সকল জায়গা থেকে এখন চাঁদা দাবি করছেন। আমরা এই এলাকায় কোনো ধরণের চাঁদাবাজি চাই না।’
আরও পড়ুন: ঝিনাইদহ-৩ আসনে একই মঞ্চে মনির খানসহ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা
এ বিষয়ে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, "মীরা বাড়ির সাত-আট ভাই এবং চাচাতো ভাইরা মিলে ওই এলাকায় রাজত্ব করে। সরকারি ওই চরে সব মানুষ মাছ শুকানোর কাজ করবে। কিন্তু তারা তা করতে দিচ্ছে না। স্থানীয় কিছু মানুষ বিষয়টি আমাকে জানায়। তাদেরকে ফাঁকা যে জায়গা আছে সেখানে কাজ করতে বলি। তবে তারা সেখানে গিয়ে মারধরের শিকার হলে ঘটনাস্থলে আমিও যাই। কোনো ধরণের চাঁদা দাবির ঘটনা ঘটেনি। আমাকে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হোক। আমার বিরুদ্ধে যদি চাঁদা দাবির কোনো প্রমাণ মেলে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।’
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, উপজেলাজুড়ে শোক
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধনের খবর জেনেছি। ভুক্তভোগীদের একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থাসহ প্রয়োজনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।’

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·