চাঁদপুরে হাসপাতালে ধরা পড়ল ২ দালাল

২ সপ্তাহ আগে
চাঁদপুর জেনারেল হাসপাতালে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ২ দালালকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হচ্ছে মো. মাসুদ (২৮) ও জুম্মন মিয়া (৪০)। খোঁজ নিয়ে জানাগেছে, এই ২ ব্যক্তি হাসপাতালে আগত রোগীদের নানাভাবে প্রতারিত করছিল। এমন অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় দালাল হিসেবে তাদের নাম তালিকাভুক্ত করা হয়। 


চাঁদপুর সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. জাবিদ হাসান জানান, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক কারবারি আটকের অভিযানের সঙ্গে সরকারি বিভিন্ন সেবা কেন্দ্রে যেসব দালাল অবস্থান করছে। সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে চাঁদপুর জেনারেল হাসপাতালে ঝটিকা অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে এই ২ দালালকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও সিমকার্ড জব্দ করা হয়। পরে আটক হওয়া ওই  ২ জনকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ৩ হাজার টাকায় দোকানে মিলছে জন্মসনদ!

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, সমাজ এবং রাষ্ট্রে যেকোনো অপরাধ বিরোধী এমন অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন