চাঁদপুরে সেনাবাহিনীর নেতৃত্বে সড়কে চেকপোস্ট

৩ সপ্তাহ আগে
চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা৷ থেকে বিকেল ৩টা পর্যন্ত হাজীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় ৫২টি যানবাহন থামিয়ে সেগুলোতে তল্লাশি চালানো হয়।


মূলত, অবৈধভাবে পার্কিং, হেলমেট ও লাইসেন্স এবং  ফিটনেসবিহীন গাড়িতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন: ঈদযাত্রায় যানজট নিরসনে মহাসড়কে সেনাবাহিনীর অবস্থান

এতে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা জাবিদ জানান, বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৬টি মোটরসাইকেল এবং ৪টি ট্রাক থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, আগামী দিনগুলোতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনারোধে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী এমন কার্যক্রম চালু রাখবে। শুধু তাই নয়, অপরাধ দমনসহ যেনো অনভিজ্ঞ পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন