চাঁদপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতারের সময় ৩ পুলিশ সদস্য আহত

১ সপ্তাহে আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন শিকদারকে গ্রেফতারের সময় পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে ছেংগারচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছেংগারচর গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা মামুন শিকদারকে গ্রেফতারে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। গ্রেফতারের পর থানায় নেয়ার পথে অজ্ঞাতনামা ৭-৮ জন সন্ত্রাসী মামুনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়।

 

আরও পড়ুন: চাঁদপুরে কৃষকদের নিয়ে ‘কৃষি কথা’ প্রামাণ্যচিত্র প্রদর্শন

 

এতে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ, এসআই মো. মিজানুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল হক আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ‘গ্রেফতার মামুন শিকদারের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় দুটি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন