শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলার মতলব উত্তর উপজেলার কালিরচর এলাকার মেঘনা নদীতে কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা এ অভিযান চালায়।
এতে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা নেতৃত্ব দেন। এসময় আটক হওয়া ২৮ জনকে নৌ পুলিশের হাতে তুলে দেয়া হয়। একইসঙ্গে জব্দ করা হয়েছে ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট।
আরও পড়ুন: চাঁদপুরে জাহাজে কেন একে একে ৭ জনকে হত্যা করেন ইরফান?
বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক জানান, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলার সীমানা ঘেঁষা কালিরচর এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এমন খোঁজ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ২৮ ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ২টি ড্রেজার মেশিন, ২টি বাল্কহেড এবং ৩টি স্পিডবোট।