চাঁদপুরে কৃষকদের নিয়ে ‘কৃষি কথা’ প্রামাণ্যচিত্র প্রদর্শন

১ সপ্তাহে আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ‘কৃষি সংস্কার’ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘কৃষি কথা’র উদ্বোধন করা হয়েছে চাঁদপুরের কচুয়ায়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষকরাই ছিলেন প্রধান অতিথি ও উদ্বোধক। সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান।

 

প্রদর্শিত প্রামাণ্যচিত্রে দেশের কৃষি ও কৃষকের বর্তমান চিত্র, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করার ধারণা তুলে ধরা হয়। এতে স্থানীয় কৃষকদের পাশাপাশি দেশের নাট্যজগতের বিভিন্ন কলাকুশলীরাও অভিনয়ে অংশ নেন।

 

আরও পড়ুন: গৃহবধূকে হত্যায় দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

 

প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর দেশে ফিরে আমি তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনার মধ্যে কৃষি সংস্কারের বিষয়টি দেখে অনুপ্রাণিত হই। ছোটবেলা থেকেই কৃষক হওয়ার ইচ্ছা ছিল, সেটি পূরণ না হলেও কৃষকদের জন্য কিছু করার চেষ্টা করছি।’

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা কৃষকদের বিভিন্ন প্রশ্ন ও সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন।

 

সন্ধ্যার আগমুহূর্তে পরিবেশঘেরা মাঠে সাচার এলাকার কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপভোগ করেন এই আয়োজন।

]]>
সম্পূর্ণ পড়ুন