সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
চাঁদপুর-১ (কচুয়া) আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার এলাকা হিসেবে পরিচিত। তবে এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় জামায়াতে ইসলামীর সঙ্গেই বিএনপির মূল লড়াই হবে।
এহসানুল হক মিলন এই আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ প্রার্থী মেজবাহ উদ্দিনকে পরাজিত করে প্রথমবার বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীরকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদে যান এবং শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে ২০০৮ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে আইনি জটিলতায় পড়েন এবং পরবর্তী সময়ে নির্বাচনের ফল তার পক্ষে এলেও সংসদে যোগদান করতে পারেননি।
আরও পড়ুন: কোন কোন আসনে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নকলবিরোধী কঠোর অভিযান চালিয়ে দেশব্যাপী আলোচিত হন। তার সাহসী পদক্ষেপের কারণে পরীক্ষার হলে নকলের হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। এ ছাড়া তিনি শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েও আওয়ামী লীগের প্রার্থীকে হারাতে পারেননি। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পেলেও দলীয় কৌশলগত কারণে কার্যত নির্বাচনী মাঠে সক্রিয় থাকতে পারেননি।
দীর্ঘ রাজনৈতিক বিরতির পর এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে আবারও মাঠে নামছেন ড. মিলন। তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা বলছেন, ‘কচুয়াবাসী এবারও ধানের শীষে ভরসা রাখবেন।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘এহসানুল হক মিলনের প্রত্যাবর্তন বিএনপির তৃণমূলকে নতুন উদ্দীপনা দেবে, বিশেষ করে চাঁদপুর অঞ্চলে।’

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·