চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, ২ ঘণ্টা রেল চলাচল বন্ধ

১ সপ্তাহে আগে
যশোরে ‘বেত্রাবতী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ২ ঘণ্টা খুলনা-যশোর-বেনাপোল রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল বলে জানা গেছে।

রোববার (১১ মে) বিকাল ৪টা দিকে যশোর-বেনাপোল রেল সড়কের নাভরনে খুলনা-বেনাপোলগামী ‘বেত্রাবতী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ওই ট্রাকের ধাক্কা লাগে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নাভারন সাতক্ষীরা মহাসড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে কোনো গেটম্যান বা সতর্কতা সংকেত ছিল না। ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। তবে হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়।


আরও পড়ুন: রাজশাহীতে ‘বাংলাবান্ধার’ ধাক্কায় ‘পদ্মার’ বগি লাইনচ্যুত, এক লাইনে ট্রেন বন্ধ


বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ ফায়ার সার্ভিস ও রেলকর্মীরা উপস্থিত হন। ‘বেত্রাবতী এক্সপ্রেস’ বিকেল সাড়ে ৫টায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। ইতিমধ্যে ট্রেনের ইঞ্জিনের কাজ চলমান রয়েছে। এতে উদ্ধার কাজে ২ ঘণ্টা সময় লাগায় এ রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ ছিল।
 

]]>
সম্পূর্ণ পড়ুন