চলন্ত অবস্থায় হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, ফেলেই ২ কিলোমিটার ছুটলো জামালপুর এক্সপ্রেস

৩ দিন আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আধাঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার স্টেশনের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।

 

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস রৌহা এলাকায় পৌঁছালে বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। এতে পিছনের ‘কোচ নং ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

আরও পড়ুন: সিলেটে ট্রেনযাত্রায় এনআইডি বাধ্যতামূলক, প্রথম দিনেই ধরা টিকিটবিহীন যাত্রী

 

তিনি আরও জানান, ট্রেনের ইঞ্জিন ও অন্য বগিগুলো প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পর চালক বিষয়টি টের পান। পরে ট্রেনটিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগির কাছে ফিরিয়ে আনা হয়।

 

তবে হুক ঠিক করে পুনরায় বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ ছিল। তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন এসআই গোলাম কিবরিয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন