চরমপন্থি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

৩ সপ্তাহ আগে
চরমপন্থা ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বৈশ্বিক সংহতি ও যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা ডায়ালগের বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত, অবৈধ বাণিজ্য, বাস্তুচ্যুতি ও ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে উগ্রবাদী এজেন্ডা বাস্তবায়ন করছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত গোয়েন্দা তথ্য বিনিময়, শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা ও কার্যকর আর্থিক নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।


বাংলাদেশের অবস্থান তুলে ধরে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের ভেতরে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার অনুমতি নেই। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর নির্যাতন ও সহিংসতার কারণে ঢাকা ১৩ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে।


তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে সক্রিয় থাকার আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করেন, দীর্ঘ অনিশ্চয়তা এই জনগোষ্ঠীকে চরমপন্থি গোষ্ঠীর শোষণের ঝুঁকিতে ফেলতে পারে। যা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে।


আরও পড়ুন: পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর সাক্ষাৎ


অধিবেশনে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মন্ত্রী, কূটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন। আন্তর্জাতিক সংস্থার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর প্রতিনিধিরা অংশ নেন।


পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাহরাইনে দেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. হুমায়ুন কবির।

]]>
সম্পূর্ণ পড়ুন