চবির চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে যুক্ত করা হবে মার্চে

৪ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে ৩১ মার্চের মধ্যে মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিষয়টি জানান উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।


এ সময় অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, ‘বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব সব কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের যাতে কোনো আন্দোলনে যেতে না হয় সেজন্য সব প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি।’ 


আরও পড়ুন: শিক্ষকদেরও ডোপ টেস্টের দাবি চবি শিক্ষার্থীদের


তিনি আরও বলেন, ‘আগামী ৩১ মার্চের মধ্যে চবির নতুন কলা ভবনে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করবো। এর আগ পর্যন্ত আপনারা আমাদের সময় দিন। ১ এপ্রিলের মধ্যেই মূল ক্যাম্পাসে ফিরে আসবে চারুকলা ইনস্টিটিউট।’

 

উল্লেখ্য, ২০১২ সালে চারুকলা ইনস্টিটিউটকে শহরে স্থানান্তর করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে আন্দোলন করে আসছেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন