সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
সাময়িক বরখাস্ত হওয়া ওই কর্মচারীর নাম শ্রাবণ সরকার, যিনি আলাওল হলের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি হলের প্রভোস্ট অধ্যাপক ড. এনামুল হকের স্বাক্ষর জাল করে ২৫ হাজার টাকা উত্তোলন করেন।
পরে প্রভোস্টের মোবাইল নম্বরে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের এসএমএস আসলে তিনি বিষয়টি জানতে পারেন এবং লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করেন।
প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি, হলের আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেন এর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন: চবি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, ঘটনার বিস্তারিত তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।